Wednesday, 26 February 2020
জকিগঞ্জের আটগ্রাম রতনগঞ্জ পাকা রাস্তায় যেন কাদামাটির প্রলেপ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম টু জকিগঞ্জ রোডের উপর ট্রাক ও ট্রলিতে মাটি বহনের সময় রাস্তায় মাটি পড়ে যেন মাটির প্রলেপে পরিনত হয়েছে। শুস্ক মৌসুমে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এসব ধুলা পরিবেশের ক্ষতি যেমন করে তার চেয়ে বেশি ক্ষতি হয় চলাফেরা করা মানুষের। সর্দিকাশি সহ বড় বড় সমস্যা দেখা দিতে পারে। আবার হালকা বৃষ্টি হলে রাস্তা এত বেশী পিচ্ছিল হয় গাড়ি ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কখনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে এত্র এলাকার মানুষ। তাই সময় থাকতে প্রশাসন ও এলাকার মানুষ মিলে তা রুখতে হবে। যোগাযোগ মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ মিলে তা নিয়ন্ত্রণ করতে পারে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment