Monday, 17 February 2020

সাগরপথে ইতালি যাওয়ার পথে জকিগঞ্জের যুবক নিখোঁজ।

এখলাছুর রহমান: জকিগঞ্জের যুবক ফরিদ উদ্দিন(২২) সমুদ্রপথে ইউরোপ পাঁড়ি দেওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হয়ে ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। এদিকে তার কোনো সন্ধান না পাওয়ায় তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামের দরিদ্র পরিবারের সন্তান ফরিদ উদ্দিন ভাগ্য পরিবর্তনের জন্য সমুদ্র পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে লিবিয়া গিয়েছিলো। অক্টোবর মাসের মাঝামাঝি লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে সমুদ্র পথে রওয়ানা হয়। তখন সে তার মাকে টেলিফোনে ইতালি রওয়ানা হওয়ার সংবাদ জানিয়েছিলোে। মাকে আশ্বস্ত করে সে বলেছিলো ইতালি গেলে তার পরিবারের কোনো অভাব থাকবে না। তার সঙ্গে অন্যান্য এলাকার আরো ৭-৮ জন যুবক ছিলো। কিন্ত সমুদ্রপথে যাত্রা করার তিনমাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফরিদ উদ্দিনের কোনো সংবাদ জানেনা তার পরিবার। সে জীবিত আছে না সমুদ্রে ডুবে মারা গেছে এ চিন্তায় তার পরিবারের লোকজন বিনিদ্র রজনী কাটাচ্ছেন । এদিকে সন্তানে কোনো সংবাদ না পেয়ে তার মা দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে এখন মৃত্যুপথযাত্রী। ছেলের চিন্তার মা সারারাত জেগে কাটাচ্ছেন। তার বড়ভাই কামরুল ইসলাম জানান ফরিদ উদ্দিনের সংবাদ না পেলে আমার মাকে বাঁচানো যাবে না।


No comments:

Post a Comment