সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই বিষয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেছেন, উপসচিব ফাহমিদা হক খান।
এতে বলা হয়েছে, বিগত সময় সড়ক, মহাসড়ক, সেতু এবং ফেরিসমূহে স্থানভেদে যে কোনো অ্যাম্বুলেন্স থেকে টোল বা চার্জ আদায় করা হতো। এমন বিষয় সরকারের নজরে এসেছে। তাই মুমূর্ষু রোগী বহনে নিয়োজিত সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো এখন থেকে কোনো ধরনের টোল বা চার্জ ছাড়াই পারাপার হতে পারবে। তবে এই সুবিধা আগামী এক মার্চ থেকে কার্যকর করা হবে।
এই বিষয় প্রজ্ঞাপন হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এই বিষয় প্রজ্ঞাপন হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা এমন চিঠি দেশের বিভিন্ন জেলা প্রশাসক এবং স্ব স্ব বিভাগের কাছে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, এতেদিন ধরে সড়ক, মহাসড়ক, সেতু এবং ফেরিতে মুমূর্ষু রোগী নিয়ে চলাচলকারী সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো টোল বা চার্জ আদায়ের সময় কালক্ষেপণ হত। এতে একদিকে, রোগীর অবস্থা সঙ্কটাপন্ন অন্যদিকে কিংবা সেতুতে জট সৃষ্টি হতো। তবে এখন থেকে টোল বা চার্জ প্রথা তুলে দেওয়ায় এতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। কেউ কেউ বলেছেন, উদ্যোগটি সরকারের ইমেজ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।
No comments:
Post a Comment