© মীর আব্দুন নাসের
Sunday, 23 February 2020
জাল নোট সহ আটক নুরু
গতকাল ২৩-০২-২০২০ খ্রিঃ তারিখ জকিগঞ্জ থানাধীন ৭নং বারঠাকুরী ইউনিয়নের সোনাসার বাজারে রাত ০৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ নূরুল ইসলাম (৪৬), পিতাঃ মৃত কুতুব আলী, সাং-মামরখানী, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেটকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে ০৭ (সাত) টি ১০০০/- টাকার এবং ০২ (দুই) টি ৫০০/- টাকার জাল নোট পাওয়া যায়। জানা যায় উক্ত আসামী দীর্ঘ দিন যাবত জকিগঞ্জের বিভিন্ন বাজারে জাল টাকাকে আসল টাকা বলে বিভিন্নভাবে সরবরাহ করে আসছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। টাকা আদান প্রদানের ক্ষেত্রে তা জাল কিনা সেদিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment