বরাবর
মাননীয় চেয়ারম্যান
এম এ মোতালেব (সিআইপি)
শুরতেই এটা স্বীকার করে নিচ্ছি, মানুষের রিযিক হায়াত-মওত,ইজ্জত-সম্মান,সবকিছু একমাত্র আল্লাহর হাতে, এখানে বান্দার কোনো ক্ষমতা নেই।
অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, জানিনা আপনার কাছে পৌঁছাবে কিনা, আপনার ব্যবসায়িক বনফুল এন্ড কোং লিঃ প্রতিষ্ঠান ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমানে ৩৪বছর চলতেছে, যেটাকে আমরা বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম হিসাবে ছিনি।
আমি চ্যালেঞ্জ রেখে বলতে পারি, আমরা যখন কোনো সামাজিক অনুষ্ঠানে বেড়াতে যাই শতকরা ৭০% মানুষ আপনার প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে থাকি, বিশেষ করে চট্টগ্রাম জেলার মানুষ আপনার প্রতিষ্ঠানের পণ্যের উপর নির্ভরশীল।
এতোকিছু সত্বেও আপনার উৎপাদন কারখানা পটিয়ায় সুদীর্ঘ ৭বছর যাবৎ একজন কর্মরত সুপারভাইজার Shahadat Hossain Morad কে শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেইসবুকে ইন্না-লিল্লাহ বলার কারণে চাকরিচ্যুত করে দিলেন।
এছাড়াও আপনার একান্ত সহকারী জনাব তৈয়ব সাহেব গতকাল বলতেছে সাঈদী প্রেমিদের স্থান নাকি বনফুলে হবেনা,পরিশেষে আপনার কাছে দারস্থ হলাম, এমনকি সেই ভুলটার কারণে আপনার পায়ে হাত রেখে ক্ষমা চেয়েছে তাতেও আপনার বিন্দুমাত্র সহানুভূতি দেখলাম না, আপনি স্পষ্ট বলে দিলেন চাকরি হবেনা😥
আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সাঈদি প্রেমিদের স্থান যদি আপনার প্রতিষ্ঠানে না হয়, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের পণ্যে লিখে দিন, আপনার প্রতিষ্ঠানের পণ্য সাঈদী প্রেমিরা যেনো সংগ্রহ না করে, ওদের জন্য নিষিদ্ধ করে দেন।
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন🙏🙏🙏সাঈদীর মৃত্যুতে ইন্না-লিল্লাহ বলে ফেইসবুকে পোস্ট দেয়ায় চাকরি হারালেন যুবক।
No comments:
Post a Comment