আমিরাত প্রবাসি দেলওয়ার চৌধুরীর স্ত্রীর ভুল চিকিৎসায় মৃত্যু, দায়ি সিলেটের মাউন্ড এডোরা হাসপাতাল
নোট: সিলেটের গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ এটাকে কেন্দ্র করে অনুসন্ধানী নিউজ করেন। প্রতিনিয়ত বলি হচ্ছে সিলেটের মানুষ
।।।।
ইউ এ ই এর কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ শারজাহ'র বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলওয়ার হোসেন চৌধুরী বিগত 16/08/2023 ইং উনার সহধর্মিনীকে নিয়ে 40 দিনের ছুটিতে বাংলাদেশে আসেন, উল্লেখ্য উনারা ছিলেন নি:সন্তান প্রবাসী দম্পতি উনারা একটা সন্তানের আশায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে গাইনি চিকিৎসক কিশোয়ারা পারভীন এর শরণাপন্ন হন, উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে ল্যাপারস্কপি লেজার অপারেশনের তারিখ ধার্য্য করেন, ডাক্তার কিশোয়ারা পারভীন বলেন এই ধরনের অপারেশনে কোন ভয় নেই মাএ দশ মিনিটের ছোট্ট অপারেশন, সকালে ভর্তি হইবেন আর বিকেলে হাসপাতাল ত্যাগ করবেন,ডাক্তারের এমন আশ্বাসে সরল মনে প্রবাসী ভদ্র মহিলা হাসপাতালে ভর্তি হয়ে যান, কিন্ত ডাক্তার দশ মিনিটের কথা বলে দীর্ঘ চার ঘণ্টা অপারেশন করে রোগীর স্বামীকে কিছু না বলে হাসপাতাল ত্যাগ করেন, কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে ফোনে জানানো হয় রোগী I C U তে স্থানান্তর করা হয়েছে ( রোগীর স্বামীর অনুমতি ছাড়া), সেখানে স্থানান্তরের কারণ জানতে চাইলে বলা হয় রোগীর B P ডাউন ছিল, বিকেলের দিকে ঠিক হয়ে যাবে, বিকেলে বলা হয় রোগী হার্ট এটাক করেছ। তৎখনিক বললে হয়ত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা যেত পারত, এই জন্যই সকালে বলা হয় নাই অন্য হাসপাতালে স্থানান্তরিত হলে এই হাসপাতালের ভূল বা অবহেলা রোগীর পরিবার জেনে যাবে।
বিভিন্ন অজুহাতে উন্নত চিকিৎসার কথা বলে রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়, পরের দিন বিকেলে ডাক্তাররা বলেন রোগী এখনও জীবিত রয়েছে, কিন্ত রোগীর স্বজনরা দেখতে পান রোগীর হাত পা ঠান্ডা হয়েছে, ডাক্তারকে জিজ্ঞেস করলে বলে বড় স্যার সময়মত ভাল চিকিৎসা দিবেন, ওদের উদ্দেশ্য ছিল লম্বা বিল তৈরী করা, গভীর রাত চারটার দিকে রোগীর পরিবারের সদস্যদেরকে ফোন করে বলে স্যরি,
ওরা তিন দিনে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রোগীকে লাশ বানিয়ে ষোল আনা টাকা আদায় করে, লাশ হস্তান্তর করে।
আপনারা হয়ত বলতে পারেন তৎখনিক কেন আইনের আশ্রয় নেওয়া হয় নাই, উনি অনেক পর্দাশীল মহিলা ছিলেন, আর পুলিশ পোষ্ট মর্টেম ছাড়া দাফন করতে দিবে না, বরং লাশের উপর অত্যাচার ছাড়া কাজের কাজ কিছুই হবে না,
আমাদের দেশের সর্বস্তরের জনগণের কাছে আমাদের দাবি, আর যেন ডাক্তারদের টাকার লোভের কাছে অথবা অবহেলার কাছে আমাদের স্বজন হারাতে না হয়।
কপি পোস্ট
No comments:
Post a Comment