জকিগঞ্জ (সিলেট):: বখাটে ছেলের লাঠির আঘাতে জকিগঞ্জের এক বাবা এখন মৃত্যু শয্যায়। হাসপাতালের আইসিইউতে থাকা হতভাগ্য এই বাবা জকিগঞ্জের কসকনকপুরের বলরামের চক গ্রামের হাফিজ আব্দুন নূর লস্কর। আব্দুন নূরের ছোট ছেলে নেশাগ্রস্ত জাকির আহমদ লস্কর বাবার কাছে ৮ হাজার টাকা চায়। এ টাকা না দেওয়াতে ৩০ অক্টোবর বুধবার রাত অনুমান আটটায় জাকির তার বাবার উপর চড়াও হয় এবং এক পর্যায়ে লাঠি (লাকড়ির টুকরা) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে আব্দুন নুর মাথার তিনটি স্থানে প্রচন্ড আঘাত পান। প্রচন্ড রক্তাক্ত জখম ও অজ্ঞান আব্দুন নূরকে মৃত ভেবে ঘরের বারান্দার গেট তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ব্যাপারে হাফিজ আব্দুন নূরের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় পুত্র জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক সপ্তাহ ধরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাফিজ আব্দুন নূর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আব্দুন নূরের স্ত্রী বলেন, জাকিরের বাবা তখন শুয়ে তসবিহ পাঠ করছিলেন। টাকা না দেওয়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে বাবার উপর আঘাত করে সে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মীর আব্দুন নাসের বলেন, মামলা রেকর্ড হয়েছে, আসামী ধরার চেষ্টা চলছে।
http://zakigonjnews24.com/%e0%a6%9c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%98%e0%a6%be/
No comments:
Post a Comment