Sunday, 30 June 2024

জকিগঞ্জের মোবাইল জার্নালিস্ট সাব্বির আহমদ এর ছোট ভাই সড়ক দুর্ঘটনায় নিহত।

জকিগঞ্জের মোবাইল জার্নালিস্ট সাব্বির আহমদ এর ছোট ভাই শাহরিয়ার স্বপন। শুক্রবার বিকাল আনুমানিক ৪.৪৫ মিনিটে কানাইঘাট উপজেলার তিন নং দিঘীরপার ইউনিয়ন এর সড়কের বাজারের পুর্বে রামপুরা যাত্রী ছাউনির সামনে সি এনজি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন বাইক চালক শাহরিয়ার স্বপন। জকিগঞ্জ সাবরেজিস্টার দলীল লেখক ভরণ সুলতানপুর গ্রামের আব্দুর রাজ্জাক (রজাক মরীব) ও হোসনে আরা হেপির ছেলে। 

No comments:

Post a Comment