Sunday, 30 June 2024
জকিগঞ্জের মোবাইল জার্নালিস্ট সাব্বির আহমদ এর ছোট ভাই সড়ক দুর্ঘটনায় নিহত।
জকিগঞ্জের মোবাইল জার্নালিস্ট সাব্বির আহমদ এর ছোট ভাই শাহরিয়ার স্বপন। শুক্রবার বিকাল আনুমানিক ৪.৪৫ মিনিটে কানাইঘাট উপজেলার তিন নং দিঘীরপার ইউনিয়ন এর সড়কের বাজারের পুর্বে রামপুরা যাত্রী ছাউনির সামনে সি এনজি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন বাইক চালক শাহরিয়ার স্বপন। জকিগঞ্জ সাবরেজিস্টার দলীল লেখক ভরণ সুলতানপুর গ্রামের আব্দুর রাজ্জাক (রজাক মরীব) ও হোসনে আরা হেপির ছেলে।
জকিগঞ্জে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ
জকিগঞ্জের এওলাসার গ্রামের মাওলানা আবুল কালাম খানের ভাতিজী আবুল হোসেন খানের মেয়ে সিনহা জান্নাত খান আজ গোলাম মোস্তফা একাডেমি থেকে বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল আত্বীয় স্বজন সহ অনেক যায়গায় খোজাখুজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ রইলো।
01715128409
01753351559
Subscribe to:
Posts (Atom)