মোঃ বদরুল ইসলাম
https://www.facebook.com/badrulislamtaigar/videos/414093212794308/
কুয়েতে বাংলাদেশ দুতাবাসে গিয়ে সেবা নিতে নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক। গত ০২ সেপ্টেম্বর গরমে অতিষ্ঠ হয়ে পানি পান করতে গিয়েছিলেন ঐ বাংলাদেশি শ্রমিক। দুতাবাসে কর্মরত পিয়ন ক্রমাগত ধমকিয়ে ঐ লোকের হাত থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন, এবং তার মোবাইল কেড়ে নিয়ে বের করে দেন। নির্যাতনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
নির্যাতন করা পিয়ন পদমর্যাদার ঐ কর্মচারী প্রতিদিনই দুতাবাসে আসা সেবা গ্রহনকারীদের সাথে বিরুপ আচরণ করেন বলে অভিযোগ করেছেন কুয়েতে অবস্থিত প্রবাসীরা। এর আগে গত জানুয়ারি মাসে প্রবাসীদের স্বার্থ রক্ষার্থে নিষ্ক্রিয়তার অভিযোগে প্রবাসী শ্রমিকরা কুয়েত দুতাবাসে হামলা ও ভাংচুর করেছিল।
সেবাগ্রহীতা এক প্রবাসী শ্রমিকের ধারন করা ভিডিওচিত্রে দেখা যাচ্ছে কুয়েত দুতাবাসের নিচতলায় নামাজের সংরক্ষিত স্থানের পাশে কাগজপত্র হাতে দাঁড়িয়ে থাকা এক প্রবাসীকে সেখানে প্রবেশের অপরাধে ধমকাচ্ছেন এক দুতাবাসের কর্মচারী। পরে কেড়ে নেন ঐ প্রবাসীর মোবাইল ফোন ও কাগজপত্র। দাক্ষা দিয়ে বের করে নিয়ে আসা হয় দুতাবাসের বারান্দায়। সেখানে কয়েকদফা মারতে উদ্যত হওয়া দুতাবাস কর্মচারী পরে থাকে ধরে নিয়ে যান দুতাবাসের নিচতলায় আরেক কর্মকর্তার কাছে। সেখানে বিচাররত অবস্থায় শেষ হয় ভিডিও।
গোপনে ভিডিও ধারনকরা প্রবাসী বলেন গরমে অতিষ্ঠ হয়ে পানি পান করতে ভিতরে প্রবেশ করেছিলেন সেই যুবক। যোগাযোগ করা হলে কুয়েত বাংলাদেশ দুতাবাসের হেড অব চ্যান্সারি মোঃ আনিসুজ্জামান বলেন দুতাবাসের এক কর্মচারীরার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে আমরা অবগত হয়েছি। তদন্ত শেষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মোঃ বদরুল ইসলাম।
No comments:
Post a Comment