Thursday, 2 September 2021

কসকনকপুর ইউনিয়নের পুকরা গ্রামের ময়নুল হকের মেয়ে রাহেলার রহস্যজনক মৃত্যু।

জকিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক

উপজেলার কসকনকপুর ইউনিয়নের ফুকরা গ্রামের ময়নুল হকের মেয়ে রাহেলা আক্তার (২৪) বছর দেড়েক আগে বিয়ে হয় একই উপজেলার বাবুর বাজার সংলগ্ন সুন্দরারচক গ্রামের আতাউর রহমান (আতা দর্জি)র ছেলে ছাইফুর রহমানের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর নির্যাতনের স্বীকার রাহেলা চলে যান বাবার বাড়িতে। স্থানীয় জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে প্রায় চার মাস আগে আবারো আসেন স্বামী ছাইফুর রহমানের সংসারে। রাহেলা আক্তারের ৬ মাস বয়সী একটি  কন্যা সন্তান রয়েছে।
 ময়নুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাতে রাহেলার স্বামী ছাইফুরের মাধ্যমে রাহেলাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পর দিন সকালে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার বার সকালে চিকিৎসারত অবস্থায় রাহেলা মৃত্যু বরণ করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমসহ রাহেলার আত্মীয়রা জানান, স্বামীর বাড়ির লোকজনের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। নির্যাতনের বিষয়টি ধামাচাপা দিতে আমাদেরকে কোন কিছু জানানো হয়নি। গোপন সংবাদের ভিত্তিত্বে রাহেলাকে মেডিকেল ভর্তি করা হয়েছে জানতে পেরে সুন্দরারচক গেলে ছাইফুরের স্বজনরা আমাদেরকে কোন কিছু না বলে গালিগালাজ করে তাড়িয়ে দেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেম খান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সাইফুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ছেলে পক্ষ বলছে মেয়ে বিষ খেয়েছে। মেয়ের বাবার অভিযোগ তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে।

Tuesday, 31 August 2021

ট্যুরিস্টদের জন্য দুবাই এর দরজা খুলে দেয়া হলেও র‍্যাপিড PCR টেস্ট জনিত কারণে বিপদে বাংলাদেশীরা

এ মাসেই পৃথিবীর সব দেশের পর্যটকের জন্য খুলে যাচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের দরজা।
তবে এক্ষেত্রে শর্ত একটাই। তা হলো, যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন, শুধু তাদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে।
তবে বাংলাদেশের বিমানবন্দরে রেপিড পিসিআর ল্যাব স্থাপন না করায় এখন পর্যন্ত বাংলাদেশি পর্যটকদের জন্য স্বাভাবিকভাবেই তা প্রযোজ্য নয়।
দেশটির সংবাদ সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা নেয়া পর্যটকদের ভিসা দেয়া শুরু হবে ৩০শে আগস্ট, সোমবার থেকে। এর ফলে আগে যেসব দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল আমিরাত, সেসব দেশের মানুষও সেখানে যেতে পারবেন। 
যাদেরকে ভিসা দেয়া হবে, তারা আমিরাতে পৌঁছার পর করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে। 
উপরন্তু পুরো ডোজ টিকা নেয়া পর্যটকরা তাদের টিকার সনদ নিবন্ধিত করতে পারবেন আইসিএ প্লাটফর্মে অথবা আল হোসন অ্যাপের (AL Hosn App) মাধ্যমে।এর ফলে টিকা নেয়া ব্যক্তিরা একটু বেশিই সুবিধা পাবেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টর এবং জনস্বাস্থ্যের মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির জন্য এমন কৌশল নিয়েছে আমিরাত।
এ ছাড়া অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য এবং অর্থনৈতিক খাতকে পুনরুজ্জীবিত করার জন্য এ উদ্যোগ সহায়ক হবে।সংযুক্ত আরব আমিরাত সাধারণত ৩০ দিন বা ৯০ দিনের জন্য পর্যটক ভিসা দিয়ে থাকে। এ ছাড়া যেসব মানুষ আমিরাতে পৌঁছামাত্র ভিসা পাওয়ার যোগ্য নন, তাদের ক্ষেত্রে এই ভিসার জন্য আবেদন করতে হয়।
এ ছাড়া ২১ শে মার্চ সংযুক্ত আরব আমিরাত সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের জন্য মাল্টিপল পর্যটক ভিসা অনুমোদন করেছে।
এ মাসের শুরুতে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া ও অন্য কিছু দেশ থেকে ট্রানজিট যাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তারা। আন্তর্জাতিক ভ্রমণের এক প্রাণকেন্দ্র হলো সংযুক্ত আরব আমিরাত। তারা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার অনেক দেশের বিরুদ্ধে কয়েক মাস ধরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।এদিকে নিজ কর্মস্থলে ফিরতে দ্রুত দেশের বিমানবন্দরে রেপিড পিসিআর ল্যাব স্থাপন করার দাবি জানিয়েছেন দেশে আটকা পড়া আমিরাত প্রবাসীরা।