Monday, 29 June 2020

সিলেটের ইফজাল হত্যার বিচার চায় সিলেট বাসী

ইফজাল আমার এলাকা তথা সিলেটের কানাইঘাট উপজেলার সন্তান। এই তরুন বয়সে রহস্যজনকভাবে তার মৃত্যু মেনে নেয়া কষ্টকর। তার এমন বিদায়ে যেহেতু রহস্য আছে, আমি চাই সেই রহস্য উদঘাটিত হোক। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত অথরিটির মাধ্যমে সুষ্ঠ তদন্ত হোক। তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে এটা একটা নির্মম হত্যাকান্ড, তাহলে অবশ্যই এর ন্যায় বিচার করতে হবে। 
সাধারণত পুলিশের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশন করা। তাছাড়া সাংবাদিকরাও অনুসন্ধানী প্রতিবেদন করে থাকেন। যা পুলিশের জন্য সহায়ক ভুমিকা রাখে। এর বাইরে সোসাল মিডিয়ায় যা প্রচার করা হয় তার প্রকৃত অর্থে কোন ভেল্যু নেই। তবে প্রমাণ থাকার পরেও পুলিশ ইচ্ছে করে কোন ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে চাইলে তখন মাঠের আন্দোলনের পাশাপাশি সোসাল মিডিয়ায় সরব ভুমিকা অনেক কাজ দেয়। 

আসুন, সে সময় পর্যন্ত অপেক্ষা করি। সোসাল মিডিয়ায় ইফজালের পরিবারকে জড়িয়ে এখন যা প্রচার করা হচ্ছে তা, যে কোন বিচারে সঠিক নয়। পরিবারের কেউ চায়না তার আপনজন এভাবে দুনিয়া থেকে চলে যাক। মা তো নয়ই। পরিবারের কেউ জড়িত হলে অবশ্যই তার বিচার হতে হবে। তবে শেষমেশ পরিবারের কেউ জড়িত না থাকলে সোসাল মিডিয়ায় কেউ কেউ এখন যা প্রচার করছেন তা ইফজালের শোক সন্তপ্ত পরিবারের জন্য বিশেষ করে তার মায়ের জন্য 'মরার উপর খাড়ার ঘা' হিসেবে দেখা দেবে। কাজেই একটা জুলুমের প্রতিকার চাইতে গিয়ে যেন আমরা আরেকটা জুলুম করে না ফেলি সে দিকে খেয়াল রাখা ন্যায় বিচারের স্বার্থেই জরুরী । 

লেখক আবু সালেহ 

No comments:

Post a Comment