জকিগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ সহায়তা তালিকায় ব্যয়াপক অনিয়ম,দূর্নিতি,স্বজনপ্রীতি ও জালিয়াতি অভিযোগ উঠেছে ও মৃত মানুষের নাম রয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ১ হাজার ২৫০ কোটি টাকা বিতরণ করা হবে।
এই তালিকায় জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিনের সহযোগিতায় যে তালিকা প্রস্তুত করা হয়েছে তা ঘেঁষে দেখা যায় ২জন মৃত মানুষের নামসহ একই পরিবারের ২ জনসহ ও নিজের ভোটার দেখে দেখে তালিকা প্রস্তুত করার অভিযোগ উঠেছে
এরমধ্যে ৩৫টি নামে জালিয়াতি নাম ঠিকানায় ভূল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়েছে
ক্রমিকে থাকা,২৫৬,২৫৭,২৬৩,২৬৪,২৬৫,২৮১,২৮৮,২৮৯,২৯০,২৯১,২৯৮,৩০৩,৩০২,৩০৫ এসব নামের ঠিকানার ভূল তথ্য দেওয়া হয়েছে।
৩১০,২৭৯ ক্রমিকের মানুষ মৃত বলে জানা গেছে,৩০৬,৩০৭,৩২২,৩২৪,২৯৩,২৯৪ একই পরিবারের বলে জানা গেছে,
২৬৮,২৭২,৩০৩,৩২৬,৩২৭,৩১৩,৩১৫,৩২৫,৩৪১,৩৪৩ এরা অন্যান্য সুবিধাভোগী ও উনার নিজস্ব লোক বলে জানা যায়
৩২৮,৩২০,৩২৩,৩৩১,৩০৩ ঠিকানা সঠিক নয় এরমধ্যে একজন অন্যান্য সুবিধা পান।
২৮৬ নিজের নতুন শশুর আব্বা বলে জানা গেছে।
ভোটার সংখ্যা অনুপাতে ও দরিদ্র দিনমজুর বেশি দরগাবাহার পুর থাকলেও তিনি নাম জালিয়াতি করে দরগাবাহারপুরের মানুষের নাম দিয়ে ঠিকানায় জিয়াপুর লিখে বিশেষ সুবিদা গ্রহণের চেষ্টায় রয়েছেন বলে জানা গেছে।
বিভিন্নভাবে ৭ জন মানুষের নাম রিকুয়েষ্টে এসেছে বাকি সবগুলো নাম উনার ইচ্ছে মত দেওয়ায় এলাকার মানুষ ফুঁসে উঠেছে
একটি নিরেপক্ষ তদন্ত করে সঠিক তালিকা তৈরির দাবি করেন ভুক্তভোগী দিনদিনমজুর মানুষ এবং প্রধানমন্ত্রীর অনুদান কে প্রশ্নবিদ্ধ করা জন্য মেম্বারের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকার সাধারণ মানুষ।
সুত্রঃঃ এস টিভি
No comments:
Post a Comment