Sunday, 9 February 2020

কসকনকপুর প্রবাসী ফোরামের কমিটি গঠন।

সামাজিক সংগঠন ,৮ নং কসকনকপুর প্রবাসী ফোরামের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা।
""""""""""""""""""""""""""""""""""""
অনলাইন ভিত্তিক কসকনকপুরের প্রবাসী নির্ভর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ ৮ নং কসকনকপুর প্রবাসী ফোরামের পূর্নাঙ্গ কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। ফোরামের আহ্বায়ক কমিটির পক্ষে কোষাধ্যক্ষ সোলেমান আহমদ লস্কর ০১/০২/২০২০ তারিখে কমিটি ঘোষনা করেন। 
সৌদি আরব প্রবাসী লোকমান উদ্দীন তালুকদার নেজামকে সভাপতি, সৌদি প্রবাসী সোলেমান আহমদ লস্করকে সাধারণ সম্পাদক ও বাহরাইন প্রবাসী আব্দুল আলীম লস্করকে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। 
কসকনকপুরের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের ১লা অক্টোবর সংগঠনটি যাত্রা শুরু করে।  "একতা, সেবা,শান্তি ও সততার সাথে, এগিয়ে চলি এক সাথে" এই শ্লোগানকে ধারণ করে গত ১৪ জানুয়ারী ৮ নং কসকনকপুর  প্রবাসী ফোরামের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। নব-গঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন★সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাহির ইংল্যান্ড, ★সহ-সভাপতি মোহাম্মদ সেলিম আহমদ ফ্রান্স, ★এখলাসুর রহমান সৌদি আরব ,★আব্দুল মালেক মিরাসী সৌদি আরব, ★পারভেজ আহমদ খান আরব আমিরাত, ★মোহাম্মদ মঈনুল হক লস্কর আরব আমিরাত, ★মাওলানা কাওছার আহমদ আরব আমিরাত, ★মোহাম্মদ আলী আকবর সৌদি আরব, ★শাহ ফরিদ  সৌদি আরব,
★সহ সেক্রেটারি জুয়েল রানা লস্কর নাসির মালদ্বীপ, ★বদরুল ইসলাম খান সৌদি আরব, ★মোঃ সাজু আহমদ সৌদি আরব, ★আশরাফুল আলম আরব আমিরাত। ★সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ তাফাদার মালয়েশিয়া, ★জুনেদ আহমদ আরব আমিরাত, ★কয়েস আহমদ তাপাদার ওমান। ★কোষাধক্ষ মোঃ টিপু সুলতান কোরিয়া,★সহ কোষাধক্ষ্য সম্পাদক আব্দুস শহীদ মালয়েশিয়া, ★মহসিন আহমদ সৌদি আরব★প্রচার সম্পাদক মিজান খান সৌদি আরব, ★সহ প্রচার সম্পাদক মাছুম রাজা ওমান, ★সুলেমান আহমদ আরব আমিরাত, ★প্রকাশনা সম্পাদক আব্দুল মুকিত আরব আমিরাত,★দপ্তর সম্পাদক সায়েফ মীরাসি আরব আমিরাত, ★সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ সৌদি আরর, ★সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মজিবুর রহমান কাতার,★ সহ সমাজ কল্যাণ সম্পাদক জয়নুল আবেদীন লস্কর আরব আমিরাত, ★শিক্ষা বিষয়ক সম্পাদক নেজাম উদ্দিন ইংল্যান্ড,★সহশিক্ষা বিষয়ক সম্পাদক মিজান আহমদ চৌঃ মিজু বেলিজ সেন্ট্রাল আমেরিকা, ★ক্রীড়া সম্পাদক আবদুস শহীদ আরব আমিরাত,★ সহ ক্রীড়া সম্পাদক আবু তাহের আরব আমিরাত, ★ধর্ম সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম কুয়েত, ★পরিকল্পনা সম্পাদক বদরুল ইসলাম আরব আমিরাত,★ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম কাতার, ★প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল মতিন তাপাদার কাতার, ★আইন বিষয়ক সম্পাদক আশফাকুল ইসলাম কাতার, ★পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ  মীরাসী সৌদি আরব ★আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমন আহমদ মালয়েশিয়া ★এবং কার্যকারী সদস্য
★দেলোয়ার হোসেন খান মালদ্বীপ,★ আব্দুল বাছিত ওমান, ★রফিক আহমদ ওমান, ★আব্দুস সবুর ওমান, ★ফয়জুর রহমান লস্কর আরব আমিরাত। 
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আর্ত মানবতার কল্যানে কাজ করার নিমিত্তে গঠিত এই ফোরাম মানুষের কল্যানে সদা কাজ করতে দৃঢ় 'প্রত্যয়। বিশ্বের বিভিন্ন দেশে ও প্রান্তে অবস্থান করেও ভাল কাজে যে পাশাপাশি থাকা যায় এর বড় প্রমাণ অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম। এই সংগঠনকে তার লক্ষ্যে পৌছাতে হলে সকলের আন্তরিক প্রচেষ্ঠা, সহমর্মিতা ও সহযোগিতা প্রয়োজন। সংগঠনের নতুন নেতৃত্ব সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আর্ত মানবতার কল্যানে কাজ করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

No comments:

Post a Comment