Saturday, 9 November 2019

জকিগঞ্জে শিক্ষক নিখোঁজ

জকিগঞ্জে শিক্ষক নিখোঁজ 

মোঃ মোসলেহ কাইয়ুম সোহেল, হাজি তৈয়ব আলী বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক। পিতা- মোঃ আব্দুল কাইয়ুম  গ্রাম ও ডাক - গন্গাজল উপজেলা- জকিগন্জ জেলা- সিলেট।  
তিনি গতকাল বিকাল ৩ ঘটিকার দিকে অসুস্থ অবস্থায় নিজ বাড়ি থেকে বের হয়ে  শনিবার সকাল সাড়ে ১১টা পর্ষন্ত বাড়ি ফিরেন নি।  সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার সাথে মোবাইল ফোন নেই।
তার পরনে ছিল চেক শার্ট ও লুন্গি।  
যদি কোন সহ্রদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন। তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক জয়নুল ইসলাম জানান, বিষয়টি জকিগঞ্জ থানাকে অবগত করা হয়েছে।
যোগাযোগ - 01726962221 -- 01312312134

No comments:

Post a Comment