Saturday, 9 November 2019

জকিগঞ্জে শিক্ষক নিখোঁজ

জকিগঞ্জে শিক্ষক নিখোঁজ 

মোঃ মোসলেহ কাইয়ুম সোহেল, হাজি তৈয়ব আলী বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক। পিতা- মোঃ আব্দুল কাইয়ুম  গ্রাম ও ডাক - গন্গাজল উপজেলা- জকিগন্জ জেলা- সিলেট।  
তিনি গতকাল বিকাল ৩ ঘটিকার দিকে অসুস্থ অবস্থায় নিজ বাড়ি থেকে বের হয়ে  শনিবার সকাল সাড়ে ১১টা পর্ষন্ত বাড়ি ফিরেন নি।  সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার সাথে মোবাইল ফোন নেই।
তার পরনে ছিল চেক শার্ট ও লুন্গি।  
যদি কোন সহ্রদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন। তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক জয়নুল ইসলাম জানান, বিষয়টি জকিগঞ্জ থানাকে অবগত করা হয়েছে।
যোগাযোগ - 01726962221 -- 01312312134

Tuesday, 5 November 2019

বখাটে ছেলের হাতে বাবা খুন।

জকিগঞ্জ (সিলেট):: বখাটে ছেলের লাঠির আঘাতে জকিগঞ্জের এক বাবা এখন মৃত্যু শয্যায়। হাসপাতালের আইসিইউতে থাকা হতভাগ্য এই বাবা জকিগঞ্জের কসকনকপুরের বলরামের চক গ্রামের হাফিজ আব্দুন নূর লস্কর। আব্দুন নূরের ছোট ছেলে নেশাগ্রস্ত জাকির আহমদ লস্কর বাবার কাছে ৮ হাজার টাকা চায়। এ টাকা না দেওয়াতে ৩০ অক্টোবর বুধবার রাত অনুমান আটটায় জাকির তার বাবার উপর চড়াও হয় এবং এক পর্যায়ে লাঠি (লাকড়ির টুকরা) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে আব্দুন নুর মাথার তিনটি স্থানে প্রচন্ড আঘাত পান। প্রচন্ড রক্তাক্ত জখম ও অজ্ঞান আব্দুন নূরকে মৃত ভেবে ঘরের বারান্দার গেট তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ব্যাপারে হাফিজ আব্দুন নূরের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় পুত্র জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক সপ্তাহ ধরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাফিজ আব্দুন নূর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আব্দুন নূরের স্ত্রী বলেন, জাকিরের বাবা তখন শুয়ে তসবিহ পাঠ করছিলেন। টাকা না দেওয়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে বাবার উপর আঘাত করে সে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মীর আব্দুন নাসের বলেন, মামলা রেকর্ড হয়েছে, আসামী ধরার চেষ্টা চলছে।
http://zakigonjnews24.com/%e0%a6%9c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%98%e0%a6%be/

Monday, 4 November 2019

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি জনাব ফজলুর রহমান এর স্বদেশ আগমন।


জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি জনাব ফজলুর রহমানকে রিসিভ করতে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছেন পরিষদের সিনিয়র সভাপতি জনাব জামাল আহম,  সহ সভাপতি সোলেমান আহমদ লস্কর, এবং এম এ জি বাবর।               

ঘাতকের ছুরিকাঘাতে জকিগঞ্জের কিশোর নিহত।

ঘাতকের ছুরার অাঘাতে নির্মমভাবে নিহত  সিলেটের জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের
মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র নাহিদ (২১)। 
সে চট্টগ্রাম শহরে তার পিতা- মাতার সাথে বসবাস করতো। 
সেখানেই ঘাতকের ছুরার অাঘাতে নির্মমভাবে  নাহিদ নিহত হয়।

ঘাতকের ফাঁসি চাই। আর যাতে কোন মা-বাবার হৃদয়ে রক্তক্ষরণ না হয়।

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি জনাব ফজলুর রহমান এর স্বদেশ গমন।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা মহানগর কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও জকিগঞ্জ প্রথম অনলাইন ভিওিক সংগঠন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সম্মানীত সভাপতি  জনাব ফজলুর রহমান ফজলু ভাই আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামীকাল ইউ এস বাংলা এয়ারলাইন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একটা 30 মিনিটের সময় অবতরণ করবেন ইনশাআল্লাহ।যাএা শুভ হোক, মঙ্গলময় হউক সে কামনা করছি।